গত মাস থেকেই আঁচ করা যাচ্ছিল, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সেই আশঙ্কাই সত্য হচ্ছে চলতি মাসের শুরুতেই। ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ রোববার ডেঙ্গুতে নয়জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এটি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। যদিও গত ২১ সেপ্টেম্বরও ডেঙ্গুতে নয়জন জন মারা যায়। এদিকে একদিনে ডেঙ্গু আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটিও এ বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক ভর্তির রেকর্ড। এভাবেই বেড়ে চলছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আর ক্রমেই ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। তেমনই ডেঙ্গু ডেডিকেটেড একটি হাসপাতাল হলো ‘মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল’। গতকাল বিকেলে মুগদা হাসপাতাল ঘুরে ডেঙ্গু ওয়ার্ডে মানুষের করুণ দশার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
ডেঙ্গু ভয়ংকর
সারাবাংলা/পিটিএম