Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ০৮:৩১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ০৯:৫৮

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ হোসাইন।

সিলেট: সিলেটে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সাম্প্রতিক ব্যাটারির রিকশাচালকদের আন্দোলনের অর্থ যোগানদাতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

কয়ছর আহমদ সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহ’র ছেলে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কয়েক বছরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে বাগবাড়ি ও শামীমাবাদ এলাকায় একাধিক বাসা ও জায়গা দখলের অভিযোগ রয়েছে। সে আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের ছোট ভাই শফিক ও সাবেক জেলা আওয়ামী লীগ সেক্রেটারি নাসির উদ্দিন খানের ঘনিষ্টজন।

শামীমাবাদে তার একটি ব্যাটারি রিক্সার গ্যারেজ আছে। সম্প্রতি ব্যাটারি রিক্সা চালকের ব্যনারে আন্দোলনে কয়েক বছর সক্রিয় অংশগ্রহণ করে এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর