দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন তিনি। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিং আলাদাভাবে নজর কেড়েছে সবারই। আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩২ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের পর ম্যাচসেরা হয়ে সাইফ বলেছেন, গত ১-২ বছর ধরেই এমন স্টাইলে ব্যাটিং করছেন তিনি।
দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানদের দেওয়া ১৪৪ রানের রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফের বিধ্বংসী এক ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ। ৬৪ রানের ইনিংসে খেলার পথে ৭টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ। টি-২০তে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার তালিকায় রিশাদ হোসেনের সঙ্গে এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন সাইফ।
সবশেষ সাত ইনিংসে ২১টি ছক্কা হাঁকানো সাইফ জানিয়েছে, ‘গত এক-দুই বছর ধরে আমি এভাবেই খেলছি। আমি শুধু ব্যাটিংটা উপভোগ করছি, ব্যস এতটুকুই।’
দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি সাইফ, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। এটি আমাদের জন্য দারুণ একটি সিরিজ ছিল। আশা করছি, আমরা এই ধারাটা বজায় রাখতে পারব।’
অধিনায়ক লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় আফগানদের বিপক্ষে তিনে খেলেছেন সাইফ। সাইফ বলছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। আগের টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছিলাম। কিন্তু এই সিরিজের আগে কোচ ফিল সিমন্স আমাকে স্পষ্ট পরিকল্পনা জানিয়ে দেন, আমি তিন নম্বরে ব্যাট করব। সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েছি।’