Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, যারা আগে ভোট দিতেন: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১২:৪৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৪

ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই ভোট দিয়েছেন। তিনি এ সময় আরও বলেন, বর্তমান কমিশন আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (ইসি), এটা শুধু কথার কথা নয়। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি। গণমাধ্যমকে পার্টনার হিসেবে পেতে চায় ইসি। মিথ্যা ও ভুয়া তথ্যের ক্ষেত্রে মিডিয়া ভূমিকা রাখতে পারে৷

বিজ্ঞাপন

সিইসি বলেন, সংস্কার কমিশন আমাদের কাজকে হালকা করে দিয়েছে। তারা বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে। তাই আমাদের সংলাপ একটু দেরিতে হচ্ছে।

তিনি বলেন, আজকের সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়। আপনাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে আপনাদের সহযোগিতা লাগবে। মিডিয়াকে পার্টনার নিয়ে এগিয়ে যেতে চাই। মিসইউনফরমেশন, ডিসইনফেমেশন অ্যাড্রেস করার জন্য আপনাদের গুরুত্ব অনেক।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলেছি। ভোটার তালিকা হালনাগাদ করে ফেলেছি। ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করে ফেলেছি, যাদের অনেকে ভোট দিয়ে যেতো, মিডিয়ায় এমন নিউজ দেখেছি। ৪৩ লাখের বেশি ভোটযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৮ লাখে নেমে এসেছে।

তিনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি। ভোটের দায়িত্বে থাকেন প্রায় ১০ লাখ মানুষ। এবার তারাসহ আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী, হাজতিদের ভোটের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
২২ নভেম্বর ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর