Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৩:৪৬

হংকং ম্যাচকে সামনে রেখে ঢাকায় হামজা

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে এই মাসে দুইবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দেখায় দেশের মাটিতেই হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হংকংয়ের বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে আজ ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও ১টি অ্যাসিস্ট আছে হামজার।

হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সকাল ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন হামজা। তাকে বরণ করে নিয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান।

বিজ্ঞাপন

আগামীকাল রাতে ঢাকায় আসার কথা রয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোমের। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে হামজা তিন দিন ও শমিত এক দিন দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-হংকং। এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে হামজাদের অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং। পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও ১টি গোল বেশি দেওয়ায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোলশূন্য থাকায় তালিকার একেবারে নিচে রয়েছে ভারত।

সারাবাংলা/এফএম

এশিয়ান কাপ বাছাইপর্ব বাংলাদেশ-হংকং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

মহাবিশ্বের রহস্যময় ডাক: GW190521
৬ অক্টোবর ২০২৫ ১৩:১০

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর