ফরিদপুর: ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ‘বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’।
সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের নিউ মার্কেট মোড়ে ব্যাংকের ফরিদপুর শাখার সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম-এর সভাপতি ফরিদুল হুদা, অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, মুফতি ফজলুর রহমান এবং বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ-এর সমন্বয়ক এইচ এম সুমন।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং সেক্টরে প্রভাব বিস্তারের মাধ্যমে অবৈধভাবে অযোগ্যদের নিয়োগ দিয়ে ব্যাংক সেক্টরকে মেধাশূণ্য করেছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্তা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। স্বৈরাচার হাসিনা ও ব্যাংক ডাকাত এস আলমের ইন্ধনে অরাজকতা সৃষ্টি করে ক্রমাগত ইসলামী ব্যাংক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক ও ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে বলে অভিযোগ তুলেন বক্তারা।
আধিপত্য ও প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগকৃত সকল অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সকল অঞ্চল থেকে যোগ্যতা ও মেধা ভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি জানান তারা।