লক্ষ্মীপুর: আলোচিত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা শহরের চকবাজারস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর বণিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, আবুল কালাম, শামছুল হুদা ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ-এর আহ্বায়ক তানিম হোসেন।
বক্তারা বলেন, ‘এস আলম গ্রুপ আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামী ব্যাংকের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, এর ফলে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।’
এ প্রেক্ষিতে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তাদের ছাঁটাইয়ের সিদ্ধান্তকে ‘যৌক্তিক’ দাবি করে তারা বলেন, ‘চাকরি বহাল রাখতে হলে তাদের পুনরায় বৈধ প্রক্রিয়ায় পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। ব্যাংকের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তারা।