আশুলিয়া: সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ তালহা বিন জসিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, আমরা ১২টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। আর ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, ভেতরে আগুন জ্বলছে। তাই ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।