Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতের সূর্যোদয় পয়েন্টে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৫:৩০

অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্ট থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট এবং গায়ে লাল রংয়ের শার্ট পাওয়া গেছে। তবে, পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল বলেন, ‘সকালে সাগরে দোকান খুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দিই।’

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অজ্ঞাত যুবকের মরদেহ সূর্যোদয় পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর