Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন নেই: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৮

-ছবি : সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘এই নির্বাচনটি ভবিষ্যত বাংলাদেশের পথ নির্দেশ করে দেবে। এই নির্বাচন ভালো না হওয়া ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। জাতির জন্যেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। ফেস্টিভ্যাল মুডে হতে হবে ইলেকশন। জাতীয় নির্বাচন সুষ্ঠু করা জাতীয় দায়িত্ব। সেখানে সবার অংশগ্রহণ প্রয়োজন এবং নির্বাচন সুষ্ঠু করা সবার দায়িত্ব।’

সোমবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ইসি সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। চলমান এই সংলাপে আরও উপস্থিত রয়েছেন ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানী প্রমুখ।

বিজ্ঞাপন

-ছবি : সারাবাংলা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘স্টেক হোল্ডারদের সাথে এই আলোচনা আলোচনার খাতিরে নয়, আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাজে লাগবে। আপনাদের মতামত নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। এই নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গতিপথকে নির্ধারণ করে দেবে। এই নির্বাচন ভালো না হওয়া ছাড়া আমাদের কোন অপশন নেই। সুষ্ঠু নির্বাচন হওয়া ছাড়া উপায় নেই। সবাই মিলে ইলেকশন করতে হবে৷ এটা জাতীয় নির্বাচন। আমরা জাতীয়ভাবেই করতে চাই।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করেছি। সাড়ে ২১ লাখ মৃত ভোটার সনাক্ত করেছি। ৪৫ লাখের মতো ব্যক্তি ভোটার হওয়ার মতো যোগ্য ছিল, কিন্তু ভোটার তালিকায় নাম ছিলোনা, তাদের যুক্ত করেছি। মহিলা ভোটার কম ছিলো। মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছিলো। মহিলারা দলে দলে এসে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন।’

তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটার তালিকায় আনতে আমরা পদক্ষেপ নিয়েছে, তারা যেন ভোট দিতে পারেন। ভোটের সাথে সম্পৃক্ত যারা তারাও এবার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সদস্য, পোলিং এজেন্ট ও পুলিশ সদস্যরাও ভোট দিতে পারবেন। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ সব ধরণের উদ্যোগে আপনাদের পাশে চাই৷’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর