ময়মনসিংহ: দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার, শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।
রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহত সেল এবং বিপ্লবী জুলাইযোদ্ধা ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ কর্মসূচিতে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহিদ পরিবার ও আহতরা অংশ নেন।
শহিদ পরিবারের সদস্যরা স্বজন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী দোসরদের গ্রেপ্তারের পাশাপাশি জুলাইযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।