Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৭:২৭

অবস্থান কর্মসূচি পালন করছে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার, শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহত সেল এবং বিপ্লবী জুলাইযোদ্ধা ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ কর্মসূচিতে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহিদ পরিবার ও আহতরা অংশ নেন।

শহিদ পরিবারের সদস্যরা স্বজন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী দোসরদের গ্রেপ্তারের পাশাপাশি জুলাইযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর