Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৬:১৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৬:৪২

ইয়াবা ও গাঁজাসহ আটক তিন। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজা সেবন ও বিক্রয়ের অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। রোববার (৫ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ।

তিনি জানান, নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে রোববার গভীর রাতে গোপন সাংবাদেরভিত্তিতে সদর থানার বদরপুর ইউনিয়নের মৌকর এলাকার বরকত উল্লাহর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুদ্দুস তালুকদারের ছেলে বরকত উল্লাহ (৩৫), ইউনুস খলিফার ছেলে দেলোয়ার খলিফা (৩৫) ও পার্শবর্তী পাঙ্গাশিয়ার মৃত জালাল সিকদারের ছেলে নজরুল সিকদার (৪৫)-কে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে ঘরের ভেতর থেকে ৬০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ওসি আরো জানান সোমবার (৬ অক্টোবর) সকালে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সারাবাংলা/জিজি