নিয়োগ পাওয়ার মাত্র ২৬ দিন পরই ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে লেকর্নুর পদত্যাগের ঘোষণা দেয় এলিসে প্রাসাদ।
সেপ্টেম্বর ফ্রাঁসোয়া বাইরু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
জাতীয় সংসদের বেশ কয়েকটি রাজনৈতিক দল লেকর্নুর নতুন মন্ত্রিসভা নিয়ে তীব্র সমালোচনা করে জানায়, এটি আগের বাইরু সরকারের থেকে কোনো ভিন্ন নয়। তারা সতর্ক করে জানায়, সংসদে আস্থা ভোটে সরকারকে হারানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
একই সঙ্গে অনেক রাজনৈতিক দল আগাম নির্বাচনের দাবি জানিয়েছে, এমনকি কিছু নেতা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন। তবে ম্যাক্রোঁ পরিষ্কার জানিয়েছেন, তিনি ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন।
২০২৪ সালের জুলাইয়ের সংসদ নির্বাচনের পর থেকেই ফরাসি রাজনীতি অস্থির হয়ে পড়ে, যেখানে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে গত দুই বছরেরও কম সময়ে ফ্রান্স পঞ্চম প্রধানমন্ত্রী পেল।
লেকর্নু যিনি আগে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সরকারের ব্যয় ৪৪ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাবসহ কঠোর কৃচ্ছ্রনীতি বাজেট পাস করাতে ব্যর্থ হন। সেপ্টেম্বরে সংসদ সেই বাজেট নাকচ করে দেয়, যার ফলেই বাইরু সরকারের পতন ঘটে।