Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের টাকা জমা নিতে শনিবার পূর্ণ সময় ও রোববার অতিরিক্ত সময় ব্যাংক খোলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৮:০৬

ঢাকা: হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আগামী শনিবার (১১ অক্টোবর) নির্ধারিত অফিস সময় অনুযায়ী যথারীতি খোলা থাকবে। এছাড়া রোববার ব্যাংক শাখায় উপস্থিত থাকা সাপেক্ষে লেনদেনের নির্ধারিত সময়ের পরও হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়া যাবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে ব্যাংকগুলোকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ২০২৬ সালে অনুষ্ঠেয় হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আগামী শনিবার (১১ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখাসহ পরের দিন (রোববার, ১২ অক্টোবর) নির্ধারিত লেনদেনের সময়ের পরেও যতক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ জমাদানকারী ব্যাংক শাখায় উপস্থিত থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর