Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক থেকে লুট করা টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৭:৫১

ইসলামী ব্যাংক সোনারগাঁও জনপদ শাখার সামনে গ্রাহকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক সোনারগাঁও জনপদ শাখার গ্রাহকরা ব্যাংকটি থেকে লুট হওয়া টাকা ফেরত আনার দাবি জানিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) উত্তরায় ইসলামী ব্যাংক সোনারগাঁও জনপদ শাখার সামনে গ্রাহকদের এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

এ সময় গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এ ব্যাংকের প্রতিষ্ঠাতারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের বহু মানুষকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছে। আমরা গ্রাহকরা এই ব্যাংকের সঙ্গে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য করে, আমাদের অর্থনৈতিক জীবনযাত্রা সমৃদ্ধ করেছি। ব্যাংকটি বাংলাদেশের পরপর কয়েকবার সেরা ব্যাংক হয়েছে এবং দক্ষিণ এশিয়াতেও শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি এই ব্যাংকের ওপরে পরে। তারা দিনদুপুরে ব্যাংকটি দখল করে নেয়। প্রায় দেড় লাখ হাজার কোটি টাকা লুটপাট করে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকে অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে। যারা ছিল অযোগ্য, অদক্ষ ও নিয়োগের কোনো বৈধ প্রক্রিয়া মানা হয়নি। ব্যাংক তাদের বৈধ করার জন্য পরীক্ষা নিতে উদ্যোগ গ্রহণ করে, কিন্তু মাত্র ৪০০ জন পরীক্ষায় অংশ নিয়েছে। বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে। ব্যাংকের সুনাম ও সুখ্যাতি ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে গ্রাহক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি জানাচ্ছি।

দাবিগুলো হলো- ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেফতারের উদ্যোগ নিতে হবে। লুট করা অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে। যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশ না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম-সুখ্যাতি ধ্বংস করছে, তাদের মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। যারা নিজেদের যোগ্যতার সঙ্গে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

এ সময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম

ইসলামী ব্যাংক গ্রাহক টাকা ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর