Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের আগে গণভোট ও পিআর দাবিতে জাতি ফের বিভক্ত হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৮:০১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৯:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে গণভোট ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) দাবিতে জাতি বিভক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবিতে জাতিকে বিভক্ত করছে, তা মোকাবিলাই নির্বাচনী চ্যালেঞ্জ।”

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক যুব ঐক্য এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও গণভোট আয়োজনের বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে সবাই প্রায় একমত। কেউ কেউ আগে গণভোট করতে হবে—যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটা নির্বাচনী চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “গণভোট যারা জটিল করতে চাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দিন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রয়াসকে প্রতিহত করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “জনগণ সুষ্ঠু ভোটের জন্য মুখিয়ে আছে। কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।”

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রথা ভবিষ্যতের জন্য ভয়ংকর হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত।”

তিনি আরও যোগ করেন, “জনগণ ৫ আগস্ট জানিয়ে দিয়েছে, দেশে ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক বৈধতার জন্য এটা বিচারিক প্রক্রিয়ায় হওয়া উচিত।”

সারাবাংলা/এফএন/এসএস

গণভোট জাতি দাবি নির্বাচন পিআর বিভক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর