Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:০৮

মানববন্ধনে অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছে শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ও সঠিক সংবাদ প্রকাশ করায় সম্প্রতি এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ ও যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খানের ওপর হামলা এবং বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা ঘটছে। এই ন্যাকারজনক ঘটনাগুলোতে যারা জরিত তাদের দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বিধান মজুমদার অনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হচ্ছেন। এই হামলার কারণ হচ্ছে সমাজের দুর্নীতিবাজদের দুর্নীতি তুলে ধরা। হামলাকারীরা শুধু হামলা করেই ক্ষান্ত হচ্ছে না, উপরন্তু তাদের হত্যাও করছে। এভাবে চলতে থাকলে একদিন এই পেশায় নতুন প্রজন্মের আর কেউ আসবে না। সাংবাদিকদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা আশা করি গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের ওপর যারা হামলা চালাচ্ছে প্রশাসন তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’

চ্যানেল এস প্রতিনিধি খোরশেদ আলম বাবুল বলেন, ‘সাংবাদিকরা জাতির দর্পণ। দেশ ও সমাজে ঘটে যাওয়া সকল অনিয়ম তুলে ধরে তারা সংবাদ প্রকাশ করেন। সেই তথ্য সংগ্রহ করা তাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। জীবনের ঝুঁকি নিয়ে তারা সংবাদ প্রকাশ করলে যাদের ক্ষতি হয় তারাই আজ সাংবাদিকদের হত্যা ও হত্যার চেষ্টা করছে। এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে।’

সারাবাংলা/জিজি

মানববন্ধন সাংবাদিক হামলা ও হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর