জেল থেকে বেরিয়ে ফের ছিনতাই করতে গিয়ে ধরা
৯ জুলাই ২০১৮ ১৫:৪৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশ দেখে পালিয়ে যাবার সময় সড়কে ব্যারিকেড দিয়ে মো. শাহজাহান (৪৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
একবছর আগে বিদেশি নাগরিককে ছিনতাইয়ের পর শাহজাহানকে আটক করা হয়েছিল। আড়াই মাস জেল খেটে বেরিয়ে ফের ছিনতাইয়ে জড়িয়ে শাহজাহান আবারও গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৮ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলক্রসিং এলাকায় শাহজাহান পুলিশের হাতে ধরা পড়ে। তার কাছ থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
অভিযানে থাকা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (দক্ষিণ) মো. ইলিয়াস খাঁন সারাবাংলাকে বলেন, ‘সিএনজি অটোরিকশায় করে তিন ছিনতাইকারী শাহজাহান, জাকির ও নজরুল যাচ্ছিল। তারা মূলত ছিনতাইয়ে বেরিয়েছিল। আমবাগান এলাকায় আমাদের একটি টিম ছিল। সেটা দেখে তারা তড়িঘড়ি করে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটকে ফেলা হয়। নজরুল ও জাকির পালিয়ে গেলেও আমরা শাহজাহানকে আটক করেছি।’
পুলিশ জানায়, শাহজাহান মূলত একজন পেশাদার সিএনজি অটোরিকশা চালক। ১৮ বছর ধরে অটোরিকশা চালাচ্ছে। অটোরিকশা চালাতে গিয়ে একটি ‘ব্যাগ টানা’ গ্রুপ নামে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রে জড়িয়ে পড়ে।
ছিনতাই করতে গিয়ে প্রথমবার ২০১৩ সালের ২০ জুলাই নগরীর কোতয়ালী থানায় গ্রেফতার হয়েছিল শাহজাহান। জামিনে বেরিয়ে ঢাকায় চলে যায়। ২০১৭ সালের শুরুতে আবারও চট্টগ্রামে এসে দিলীপ গ্রুপ নামে একটি ছিনতাইকারী চক্রে জড়িয়ে পড়ে।
এরপর ২০১৭ সালের ১৯ আগস্ট দ্বিতীয় দফায় তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পরিদর্শক ইলিয়াস খাঁন সারাবাংলাকে বলেন, গত বছরের রমজানে নগরীর জাকির হোসেন রোডে এমইএস কলেজের সামনে বিদেশি নাগরিকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা শাহজাহানকে গ্রেফতার করেছিলাম। আড়াই মাস শাহজাহান জেলে ছিল। পরে বেরিয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।
সারাবাংলা/আরডি/এমআই