Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:১১

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। এদিন সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/এসএস

১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর