Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল নগরীর লবান্দ রোডের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে দিকে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকদের মা লামিয়া আক্তার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়াটা একটি বিরল ঘটনা হলেও প্রসব প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এবং আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় করেন। লামিয়ার নিজ এলাকায় বাউফল উপজেলার চাঁদকাঠী এলাকায় এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সারাবাংলা/জিজি

৫ সন্তানের জন্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর