Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষের পর বাসে ধরলো আগুন, দগ্ধ শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২১:১৪

সংঘর্ষের পরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালের ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় ওই সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। সংঘর্ষের পরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়।

আগুনে দগ্ধ মোটরসাইকেল আরোহীর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/জিজি

বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর