নওগাঁ: নওগাঁয় দ্বিতীয়বারের মতো শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি.এম. এ. মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার ১১টি উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
জেলার সকল বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় কোনো প্রকারের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলতি বছর জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৭৯৯টি পূজামণ্ডপে সুষ্ঠ, সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার ১১টি পূজামণ্ডপকে প্রথম, ১১টি পূজামণ্ডপকে দ্বিতীয় ও ১১টি পূজামণ্ডপকে তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পূজা ব্যবস্থাপনায় অসামান্য কৃতিত্বের জন্য জেলার সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় জেলার ১১টি উপজেলার ৩৩টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার নওগাঁয় সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার ১১টি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তী হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই এবার জেলার সকল ধর্মের ও সকল শ্রেণীপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে পেরেছি। তাই দুর্গা পূজার মতো এমন মহাকর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যে সকল কর্মকর্তা ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের অক্লান্ত ভূমিকা রয়েছে, সেই সব মানুষগুলোকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান। আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।