Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২১:০০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২১:৫৭

তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে এনসিপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বারিধারায় তুর্কি দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি, সংবিধান সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তুরস্ক ও বাংলাদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দেশের সামগ্রিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/

অনুষ্ঠিত উপ-পররাষ্ট্রমন্ত্রী এনসিপি তুরস্ক বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর