চট্টগ্রাম ব্যুরো: এবারের প্রবারণা পূর্ণিমার উৎসব দেখে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী সমবেতদের উদ্দেশ্যে বলেন, ‘প্রবারণা পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাচ্ছি। অভূতপূর্ব দৃশ্য। আজ আপনারা যেভাবে এখানে আনন্দঘন পরিবেশে জমায়েত হয়েছেন, এটা চট্টগ্রামের ইতিহাসে অনেক বড় ঘটনা। এই আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে, আপনারা জমায়েত হয়েছেন, আনন্দ করছেন, আজকের প্রবারণা পূর্ণিমা সার্থক বলে আমি মনে করি।’
উৎসবের সার্বজনীনতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রবারণা পূর্ণিমা শুধু বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান নয়। এটা একটা উৎসব, এই উৎসবে আমরা সবাই মিলে আজ এখানে জমায়েত হয়েছি। এই উৎসব সকলের জন্য। আমি আনন্দিত এটা দেখে যে আজ সারা চট্টগ্রামে সবাই মিলে আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন করছে।’
‘এটাই হচ্ছে বাংলাদেশের সার্থকতা। আমরা সবাই মিলে যার যার ধর্ম, কৃষ্টি, ইতিহাস সব পালন করেও আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি।’
খসরু বলেন, ‘আমরা যে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার চিন্তা করছি, আজকের প্রবারণা পূর্ণিমার উৎসব দেখে আমি অনুপ্রাণিত। আমি এখান থেকে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি ও বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।