Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২৩:১০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ০২:৪৭

রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি। ছবি: সংগৃহীত

খুলনা: রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর