পঞ্চগড়: সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের দায়ে সাজা ভোগের ছয় বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক শ্রী বাদল উড়ান (২৮)। সোমবার (৬ অক্টোবর)বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার আব্দুর রহমান এবং ভারতের পক্ষ থেকে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি কোম্পানির এসি বিক্রম সিং উপস্থিত ছিলেন। এছাড়া পঞ্চগড় জেলা কারাগারের প্রতিনিধি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, আসাম রাজ্যের নওগাঁ জেলার কালিয়াবর থানার নৈপন্নী গ্রামের বাসিন্দা বাদল উড়ান ২০১৯ সালের ১৯ মে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ওইদিন বিজিবি সদস্যরা তাকে আটক করে এবং বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৫২ এর ৪ ধারায় মামলা দায়ের করে। আদালত পরবর্তীতে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে ২০২০ সালের ১৮ মে সাজা শেষ হওয়ার পরও তার প্রকৃত ঠিকানা শনাক্ত না হওয়ায় ফেরত পাঠাতে দেরি হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের দূতাবাসের যাচাই-বাছাই ও অনুমোদন পাওয়ার পর সোমবার তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়েছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘বাদল উড়ান ছয় বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লেগেছে।’
পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ জানান, ‘বিদেশি বন্দিরা সাজা শেষে অনুমোদন না পাওয়া পর্যন্ত আমাদের জেলে অতিথি হিসেবে থাকেন। সরকারের নির্দেশনা পেয়ে আমরা তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।’