Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ২৩:৪৮

নেত্রকোণা: নেত্রকোণার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আওয়াল হোসেন (৪৮) নামের এক কৃষক। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আওয়াল হোসেন ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আকাশে মেঘ দেখা দিলে আওয়াল হোসেন গরু আনতে মাঠে যান। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কৃষক নেত্রকোণা বজ্রপাত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর