নেত্রকোণা: নেত্রকোণার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আওয়াল হোসেন (৪৮) নামের এক কৃষক। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল হোসেন ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আকাশে মেঘ দেখা দিলে আওয়াল হোসেন গরু আনতে মাঠে যান। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।