Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ০০:২৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সড়কের পশ্চিম পাশে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলেন— সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি বিশ্বম্ভরপুর উপজেলার আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখ ঘাটের কলাপাড়া এলাকায় ফিরছিল। পথিমধ্যে, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাই পিকআপ গাড়ি বেপরোয়াভাবে ওভারটেকিং করার চেষ্টা করে।

এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার উত্তর পাশে ছিটকে পড়ে। এতে সিএনজিচালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের হাত দ্বিখণ্ডিত হয়ে যায়।

এ সময় আশপাশ থেকে লোকজন এসে গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎস দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সৈকত দাশ জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দ্বিখণ্ডিত হওয়া হাত ভালভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাত জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছে।’

সারাবাংলা/এইচআই

আহত পিকআপভ্যান সড়ক দুর্ঘাটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর