Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১১:৩৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শনির আখড়া আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গ্রামের প্রতিবেশি আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আদিত্য। তবে বর্তমানে থাকতেন যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায়। সেখানে গত এক বছর আইএলটিএস করছিলেন।

রোহান আরও জানান, গতরাতে আদিত্য একটি নাম্বার থেকে তাকে কল করে জানান শনির আখড়ায় তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ঔষধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তার পথরোধ করে তার কাছে কি আছে বের করে দিতে বলে। প্রথমে তিনি দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় আদিত্যের।

বিজ্ঞাপন

এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার সঙ্গে থাকা একটি আইফোন সিক্সটিন প্রো ও এস20 আলট্রা ফোন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তার সঙ্গে থাকা কিছু টাকাও ছিনিয়ে নেয় তারা।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/ইআ

শিক্ষার্থী আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর