Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:০০

আটক মাদক ব্যবসায়ী।

বাগেরহাট: জেলার মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাতে শিল্প এলাকা থেকে ৮৮৬ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান গেইট থেকে আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদারকে (২৭)। ওই সময় পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৮৮৬ পিছ ইয়াবা উদ্ধার করে।

আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মো. আনিসুর রহমান বলেন, কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। গত এক মাসে ১২/১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ‘শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সবার সহায়তা প্রয়োজন।’

সারাবাংলা/এসডব্লিউ

ইয়াবা উদ্ধার মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর