Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৪:৪১

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন।

ময়মনসিংহ: সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এখন টিভির সাংবাদিকদের ওপর হামলা করেছে তারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে বলে জানান সাংবাদিক নেতারা।

সারাবাংলা/এসডব্লিউ

বিচারের দাবি মানববন্ধন সাংবাদিকের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর