Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৬:৪২

যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে বিশেষ অভিযানে একটি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, পাংশা মডেল থানার এসআই রাজিব ঢালী ও যৌথবাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্থানীয় মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশের ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি পাইপগান, একটি তাজা কার্তুজ, পাঁচটি পটকা, একটি হাঁসুয়া ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/জিজি

অস্ত্র উদ্ধার যৌথবাহিনীর অভিযান