Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৫:৫১

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জনসেবা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘের নেতারা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

আন্তর্জাতিক প্রবীণ দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর