বগুড়া: এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।
এই মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুরন্ত সংবাদ-এর সম্পাদক সবুর শাহ লোটাস, সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক হুমায়ুন কবির তুহিন, বগুড়া ব্যুরো অফিসের ইনচার্জ মাজেদ রহমান, রিপোর্টার রাজিব সেলিম সাংবাদিক শাহজাহান আলী বাবুসহ উপস্থিত সংবাদকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে।
এ সময় উপস্থিত সাপ্তাহিক টেলিগ্রামের সম্পাদক রায়হান রানা, রাজশাহী বার্তার ব্যুরো প্রধান শাহাদাৎ শাহিন, দুরন্ত সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মো. সাব্বির রহমানসহ উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গত ৫ অক্টোবর এখন টিভির চট্রগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ সন্ত্রসী হামলায় আহত হয়েছে। কিন্তু, এখন পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হামলার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।