Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ তছরুপের অভিযোগে শিল্পাকে ‘ম্যারাথন’ জেরা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৬:৫০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৮:০৮

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ‘ম্যারাথন’ জেরার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এর আগে ৬০ কোটি টাকা তছরুপের অভিযোগে তার স্বামী রাজ কুন্দ্রার বয়ান রেকর্ড করেছিলেন ভারতের মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন কমিশনের কর্মকর্তারা। এরপরই শিল্পাকে লম্বা সময় ধরে জেরা করা হলো।

সুদিন যেন ফিরছেই না কুন্দ্রা পরিবারে। ৬০ কোটি টাকা প্রতারণাকাণ্ডে রাজ কুন্দ্রাকে তলব করেছিল মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন কমিশনের কর্মকর্তারা। সূত্রের খবর, লক্ষ্মীপুজার দিন নিজ বাড়িতেই তাদের ‘ম্যারাথন’ জেরার মুখোমুখি হন শিল্পা। এ দিন তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্থিক প্রতারণায় তার ভূমিকা এবং লেনদেন নিয়ে অভিনেত্রীকে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। শিল্পার বয়ানের সঙ্গে ব্যাংকের খাতায় আর্থিক লেনদেনের হিসাব মিলিয়ে দেখেন কর্মকর্তারা। এই ঘটনায় এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের সময় শিল্পা তার ব্যাংক স্টেটমেন্টের যাবতীয় তথ্য গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করেন।এসময় তার বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় নথি ও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যও কর্মকর্তাদের হাতে তুলে দেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী রাজের বক্তব্য রেকর্ড করে। মুম্বাই পুলিশ জানিয়েছে, দু’জনের বিরুদ্ধেই তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই আপাতত দেশের বাইরে পা রাখতে পারবেন না কুন্দ্রা দম্পতি।

যদিও তারকাদম্পতির আইনজীবীদের দাবি, তাদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও ২০২১ সালে তারা একাধিকবার বিদেশে যান। তদন্তে সহযোগিতার জন্য নির্দিষ্ট সময়ে ফিরেও আসেন। তাই এবার রাজ-শিল্পার বিদেশ ভ্রমণ স্থগিত রাখার কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না।

সারাবাংলা/জিজি

‘ম্যারাথন’ জেরা শিল্পা শেঠি