Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ভুয়া আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চাকমা সম্প্রদায়ের এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক প্রচারণার তথ্য পেয়েছে পুলিশ। সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে এসব প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জরুরি বার্তা দিয়েছে নগর পুলিশ।

জানা গেছে, ‘Susanta Chakma’ নামে একটি ফেসবুকের আইডি থেকে গত তিনদিন ধরে ক্রমাগতভাবে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কেও অশালীন বিভিন্ন কথাবার্তা এবং ভিডিও ওই আইডি থেকে পোস্ট করা হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে তদন্তে নামে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্তের মধ্যেই ওই আইডিটি নিষ্ক্রিয় করে রাখা হয়। এর পর একই নামে ও ছবি ব্যবহার করে আরেকটি আইডি খুলেও একই প্রচারণা শুরু হয়েছে, যা এখনও অব্যাহত আছে।

জানতে চাইলে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস সারাবাংলাকে বলেন, ‘ছবি দিয়ে আইডি খোলার পর আমরা সেই ছবির সূত্র ধরে সুশান্ত চাকমাকে খুঁজে বের করি। তাকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে, সুশান্ত এ ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি বিষয়টি তিনি প্রথমে জানতেনই না। ফেসবুকে তার নামে ফেক আইডি খুলে দুর্বৃত্তচক্র ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) সিএমপির এক জরুরি বার্তায় জানানো হয়েছে, সুশান্ত চাকমা (৩৮) তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে কোরআন ও ইসলাম ধর্ম অবমাননা করে প্রচারণা চালানোর বিষয়টি জানতে পেরে রোববার (৫ অক্টোবর) পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সুতরাং, ফেসবুকে এসব উদ্দেশ্যমূলক পোস্ট দেখে কাউকে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করেছে সিএমপি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ফেসবুক (মেটা) কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর