Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেট
৭ অক্টোবর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নির্বাচনকে ‘ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষক সমাজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করা যায়। কেউ যেন সেটাকে ভিন্ন খাতে নিতে না পারে— সেই দিকে আপনারা সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই— শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের পথও একটাই, সেটাই বাংলাদেশ।’ তিনি জানান, শিক্ষকদের দাবি-দাওয়া বিএনপির ঘোষিত ৩১ দফার কর্মসূচিতেই অন্তর্ভুক্ত রয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, ‘আপনাদের কাছে দাবি, আপনারা ছাত্র-ছাত্রীদের এমনভাবে মানুষ হিসেবে গড়ে তুলবেন, যাতে তারা আদর্শ নাগরিক হতে পারে। তারা যেন নৈতিকতার মধ্যে থাকে ও আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারি।’

সমাবেশে বক্তারা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা। এছাড়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/পিটিএম

নির্বাচন বিএনপি মির্জা ফখরুল ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর