Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ঠিকানা পেল ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৩

শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুটিকে দত্তক নিলেন রুমানা-আশিকুর দম্পতি। এই দম্পতি নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রমটি সম্পন্ন হয়।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের প্রত্যক্ষ উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাত্র ২১ দিন বয়সী এই কন্যা শিশুর নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

বিজ্ঞাপন

উপস্থিত সবাই এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মণ্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জে।

সারাবাংলা/জিজি

নতুন ঠিকানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর