Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজিভ্যানচালক আলিপ হত্যার রহস্য উদঘাটন, দুই ঘাতক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৯:১৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১২

ব্রিফিং করছেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইল সদর উপজেলার ছোট মিতনা গ্রামের নিখোঁজ কিশোর ইজিভ্যানচালক মো. আমিনুর বিশ্বাস আলিপ (১৫) হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। মাত্র তিন দিনের মধ্যে ঘটনায় জড়িত দুই ঘাতককে গ্রেফতারও করেছে তারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

তিনি জানান, গত ৫ অক্টোবর আলিপের মা রোজিনা বেগম তার ছেলেকে না পেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর সকালে ইজিভ্যান চালাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি আলিপ।

ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্তে নামে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম। তদন্তে জানা যায়, আলিপের সঙ্গে স্থানীয় মিনারুল বিশ্বাস (২২) ও হৃদয় মোল্যা (২০)-কে সর্বশেষ দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন মিনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মিনারুল পুলিশের কাছে স্বীকার করে, সে এবং হৃদয় মোল্যা পরিকল্পিতভাবে আলিপকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেবভোগ বিল এলাকায় নিয়ে গলা টিপে হত্যা করে এবং মৃতদেহ পাশের ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

পরদিন ঘাতকরা আলিপের ইজিভ্যানের ব্যাটারি খুলে নড়াইল শহরের মুচিরপোল এলাকায় বিক্রি করে।
অভিযান চালিয়ে ওই ব্যাটারি, ইজিভ্যান ও ভিকটিমের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পর গত ৬ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে পালানোর সময় হৃদয় মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিমের মা রোজিনা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার দুই আসামি আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর এ আলম সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম এবং নড়াইলের সাংবাদিকবৃন্দ।

সারাবাংলা/জিজি

আলিপ হত্যার রহস্য উদঘাটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর