ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যা মামলায় প্রধান আসামি মো. বদর উদ্দিন আল সানি বাদলকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। গতরাতে (৬ অক্টোবর) র্যাব-৪ এর সহযোগিতায় রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
মামলার এজাহার সূত্রে র্যাব জানায়, ঈশ্বরগঞ্জের করমমা গ্রামের ইজিবাইক চালক খোকন মিয়া ও মো. বদর উদ্দিন আল সানি বাদল পরস্পর আত্মীয়। দীর্ঘদিন ধরে তাদের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০ টার দিকে বদর উদ্দিন আল সানি বাদলসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা রাতেই আশংকাজনক অবস্থায় খোকন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় খোকন মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুল অভিযুক্ত মো. বদর উদ্দিন আল সানি বাদলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।