যশোর: যশোরে পৃথক দুটি স্থানে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লাউখালী এলাকায় মোহাম্মদ মুজাহিদ (৭) ও আপন হোসেন (৮) নামে দুই খালাতো ভাই পানিতে ডুবে মারা যায়। নিহত মুজাহিদের বাড়ি সুলতানপুরে এবং আপনের বাড়ি রসুলপুরে। অন্যদিকে পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে পানিতে ডুবে মারা যায় তাওহীদ হাসান (৫) নামে আরেক শিশু।
মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, সাত মাইলে তাদের নানা বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল মুজাহিদ ও আপন। খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘দুপুরে দুই শিশুকে আনা হয়। মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়, আর আপনকে চিকিৎসা দেওয়ার সময় মারা যায়। দুজনই পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা।’
এদিকে, একইদিন সকালে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে পানিতে ডুবে মারা যায় তাওহীদ হাসান। সে কাঁঠালতলার বিপুলের ছেলে। পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে খেলার সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
নিহতের নানা তরফ আলী বলেন, ‘সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ‘পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন খালাতো ভাই। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে, আরেক শিশুর মরদেহ হাসপাতাল আনা হয়নি।’