Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২০:০৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:১১

পবিত্র কাবা শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, ২০২৬ সালে হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আগামী ১২ অক্টোবর শেষ হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর