সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জনতার হাতে আটক হওয়া দুটি মেছোবাঘের শাবককে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার সারিঘাট উত্তরপাড় কুমারপাড়া এলাকায় স্থানীয়রা মেছোবাঘ শাবক দুটিকে ধরে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে খবর পেয়ে বনবিভাগের লোকজন শাবক দুটিকে নিজেদের হেফাজতে নেয়।
শাবক দুটি কিছুটা দূর্বল ছিল। পরে বনবিভাগের কর্মীরা শাবক দুটিকে গরুর দুধ পান করান এবং দিনভর সেবা দেন। দুপুরের দিকে মা মেছোবাঘটির কার্যালয়ের আশপাশে উপস্থিতি নিশ্চিত হওয়া গেলে দুপুর ২:৩০ মিনিটে সারী সংরক্ষিত বনে তাদের অবমুক্ত করে দেওয়া হয়। শাবক দুইটির বয়স এক বছর এবং এর মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে। অবমুক্ত করার সময় শাবক দুটি সুস্থ ছিল বলে জানা গেছে।
জৈন্তাপুর রেঞ্জ কর্মকর্তা মো. শাহ আলম ইসলাম বলেন, সোমবার গভীর রাতে শাবক দুটি তাদের মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। পরে স্থানীয় লোকজন শাবক দুটিকে নিরাপদ স্থানে রেখে দেয়।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, এই প্রজাতির প্রানীগুলোকে মেছোবাঘ বা মেছোবিড়াল বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ‘Prionalurus viverrinus।’ এটি মাঝারি আকারের বন্যবিড়াল ও বাংলাদেশে সংকটাপন্ন প্রানী হিসেবে বিবেচিত। এদের প্রধান খাদ্য মাছসহ জলজ প্রানী। সাধারণ মানুষ এই প্রানীকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। যদিও এটি মানুষের জন্য বিপজ্জনক নয়। যদি কোথাও মেছোবাঘ দেখা যায় তাহলে সেটিকে না মেরে বনবিভাগের লোকজনদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। কারণ, এটি সংরক্ষণযোগ্য একটি বন্যপ্রানী।