Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব ডাক দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২০:৪৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:৫৯

ঢাকা: আগামী ৯ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব ডাক দিবস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁও ডাক ভবনে ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিসেবা, বৈশ্বিক পরিসর।’ জনগণের সঙ্গে সরকারের সংযোগ ও টেকসই উন্নয়নে ডাক সেবার ভূমিকা তুলে ধরতেই প্রতি বছর দিবসটি উদযাপিত হয়।

দিবস উপলক্ষ্যে আগামীকাল (৮ অক্টোবর) বিকেল ৪টায় ডাক ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিজ্ঞাপন

৯ অক্টোবর সকাল ১০টায় দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসের প্রথম দিনে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।

দ্বিতীয় দিন ১০ অক্টোবর সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

সারাবাংলা/ইএইচটি/এসএস

৯ অক্টোবর উদযাপিত ডাক দিবস বিশ্ব