Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারি-রিকশা আটকের পর ‘মব’ সৃষ্টি করে পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২০:৫৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ২১:৫৮

অটোরিকশা আটকের পর ‘মব’ সৃষ্টি করে এক পুলিশ সদস্যকে মারধর করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে চলাচলরত ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর ‘মব’ সৃষ্টি করে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে। এ সময় জব্দ করা গাড়িটিও তারা ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গাড়িটি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা নজরুলকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

জানতে চাইলে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা করেছে। তিনি আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আটক টপ নিউজ ব্যাটারিচালিত অটোরিকশা মব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর