ঢাকা: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এ-সংক্রান্ত গঠিত বাছাই কমিটি।
সোমবার (০৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ ৬২ বছর বয়সী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি, যার সরকারের অর্থ বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রশাসনিক কাজে সর্বমোট কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে সর্বমোট কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞত রয়েছে তিনি এ পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে- পাঁচ ক্যাটাগরির ব্যক্তি আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এরা হলেন- নৈতিক স্খলন বা ফৌজদারী কোনো অপরাধের দায়ে উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে; আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পর দেউলিয়াত্বের দায় থেকে অব্যাহতি প্রাপ্ত না হলে; কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি হিসেবে ঘোষিত বা চিহ্নিত হলে; দৈহিক ও মানসিক বৈকল্যের কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে এবং কোনো বিভাগীয় মামলায় গুরুদন্ডে দন্ডিত হলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনে প্রার্থীর জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা/পেশাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও যোগোযোগের বিস্তারিত ঠিকানাসহ সাদা কাগজে আবেদন করতে হবে। সভাপতি, বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কমিটি-এর বরাবর লিখিত হতে হবে। আগামী ২০ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হার্ডকপি বা নির্ধারিত ই-মেইলে আবেদন করতে হবে।
ঠিকানা: পরিচালক (বিএফআইইউ), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, দ্বিতীয় সংলগ্নী ভবন, ১২ তলা, মতিঝিল, ঢাকা-১০০০
ই-মেইল: [email protected]