Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ২১:৫৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ০৯:১২

আসামি লিয়াকতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ: ঝিনাইদহের চাঞ্চল্যকর এসআই মিনহাজুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি লিয়াকতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার(৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের এক প্রেস ব্রিফ্রিংয়ে কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান জানান, ২০১১ সালের ২৩ আগস্ট এসআই মিনহাজুল রহমান সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল করে দাপ্তারিক কাজে অফিসের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে ১৫/১৬ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে একটি খাদের মধ্যে ফেলে রাখে।

পরের দিন পুলিশ তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে ওই দিনই ঝিনাইদহ থানায় ১৫ জনের নামে মামলা করে।

পরবর্তীতে ঝিনাইদহ পুলিশ আসামিদের কয়েকজনকে গ্রেফতার করলে তাদের স্বীকারোক্তি মতে এসআই মিনহাজুলের পিস্তল ও মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত মামলার যাবতীয় সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষন শেষে চারজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ মামরায মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত দীর্ঘদিন পালাতক থাকলে সোমবার (৬ অক্টোবর) ঢাকার ধামরাই এলাকার চরডাউটিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। আসামিকে ঝিনাইদাহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর