রাজবাড়ী: মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ লড়াইয়ের প্রতীক শহিদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রামাণ্যচিত্র “ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ” প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে শহিদ আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য ও অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজবাড়ী নারী নেত্রী এড. দেবাহুতি চক্রবর্তী, কবি সালাম তাসির, ছাত্র প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ বক্তব্য দেন।
আলোচনা পর্বে বক্তারা আবরারের অবদান ও তার আদর্শকে স্মরণ করেন এবং আবরারের আত্মত্যাগকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি হিসেবে অভিহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহিদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা চিন্তার এক প্রতীক। তার আদর্শ, সততা ও দেশপ্রেম প্রজন্মান্তরে অনুপ্রেরণা হয়ে থাকবে। আবরারের রক্তে শুধু অন্যায়ের প্রতিবাদই ঝরেনি, বরং তা হয়ে উঠেছে জাতীয় স্বার্থ রক্ষার দৃঢ় আহ্বান।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পকলা একাডেমীর শিল্পীরা, ছাত্র প্রতিনিধি, আইনজীবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।