ঢাকা: সংস্কার প্রস্তাবের আইনিভিত্তি নিশ্চিত করা ও পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল করবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমাদ বলেন, ‘জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। সংস্কারের যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনিভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতি-ই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায়। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে। তারই ধারাবাহিকতায় আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল করা হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী। যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে জীবন দিতে হলো সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনোদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলনের বৈঠকে আবরার ফাহাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।’
সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন।