Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরআন অবমাননার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ০০:০৭

কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলামাদের প্রতিবাদ

লালমনিরহাট: পবিত্র কুরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমনিরহাট শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎​মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুজুর রহমান প্রমুখ।

‎​বক্তারা বলেন, ‘পবিত্র কুরআনকে অবমাননা করে অপূর্ব পাল দেশের কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন। এমন জঘন্য কাজের জন্য তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।’

‎বক্তারা আরও বলেন, ‘কুরআন অবমাননাকারীর প্রতি সরকারের কঠোর হওয়া উচিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।’

‎​বক্তারা অবিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা মানববন্ধনে অংশ নেন এবং কুরআন অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুরআন অবমাননা নর্থ সাউদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর